৫ কোটিতে গ্রামীণফোন


প্রকাশিত: ০৬:২৫ এএম, ১৪ অক্টোবর ২০১৪

দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড ৫ কোটি গ্রাহকের মাইলফলক স্পর্শ করেছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে গুলশানের হোটেল ওয়েস্টিনের বল রুমে এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

টেলিনর গ্রুপের এই প্রতিষ্ঠানটি তাদের অন্যান্য দেশের মধ্যে একটি ইতিহাস তৈরি করলো। এর আগে টেলিনর গ্রুপের আর কোনো অপারেটর পাঁচ কোটি গ্রাহকের ল্যান্ডমার্ক অতিক্রম করতে পারেনি।

গত বছর গ্রামীণ ফোন ৩জি লাইসেন্স পায়। এরই মধ্যে অপারেটরটি ৬৪ জেলায় তা বিস্তৃত করেছে। গ্রামীণফোনের ১৩ লাখ থ্রি-জি গ্রাহক রয়েছেন। সূত্রমতে, মোট গ্রাহকের মধ্যে ১ কোটি ২০ লাখ জন গ্রামীণফোনের টু-জি অথবা থ্রি-জি ইন্টারনেট সেবা গ্রহণ করে থাকেন।

বর্তমানে গ্রামীণফোনে নরওয়েজিয়ান কোম্পানি টেলিনরের ৫৫.৮%, ৩৪.২% গ্রামীণ টেলিকমের ও বাকী অংশের শেয়ার সাধারণ বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

অন্যদিকে ২য় টেলিকম অপারেটর হিসেবে অবস্থান বাংলালিংকের। সম্প্রতি অপারেটরটি ৩ কোটি গ্রাহক ঘরে পৌঁছেছে। মোট ২৫.৪৬% বাজার দখলে রেখেছে এ অপারেটর। এছাড়া রবির অবস্থান ৩য়। এর গ্রাহকসংখ্যা ২ কোটি ৪৭ লাখ। ২০.৭২% বাজার দখলে রেখেছে এ কোম্পানি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।