শিগগিরই ৩ হাজার সেবা অনলাইনে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৩ এএম, ২৪ জানুয়ারি ২০১৯

বর্তমান সরকার প্রায় ২০০ ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম তৈরি করেছে। ২০২১ সালের মধ‍্যে ১ হাজার ৬০০ সেবা ডিজিটাল মাধ‍্যমে দেয়া যাবে। এরপর ৩ হাজার সেবা অনলাইনে চলে আসবে। অল্প সময়ের মধ্যে ইলেকট্রনিক্স পণ্য রফতানির মূল কেন্দ্র হয়ে গড়ে উঠবে বাংলাদেশ।

বিষয়টির দিকে ইঙ্গিত দিয়ে সম্প্রতি তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সরকার দেশের সকল বিভাগ ও জেলায় হাইটেক পার্ক স্থাপন করবে। আইটি শিল্পকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সম্পৃক্ত করতে সুলভ মূল্যে প্রতিটি পার্কে স্পেস দেয়া দেয়া হবে। মূলত ইলেকট্রনিক সামগ্রী উৎপাদনে আত্মনির্ভরশীল হতেই এই প্রচেষ্টা।’

জানা গেছে, ১৯৯৯ সালে গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর সরাসরি প্রথম পর্যায়ে ৯টি কোম্পানিকে ২০ দশমিক ৫ একর এবং ১০ ডিসেম্বর দ্বিতীয় পর্যায়ে আরও ৯টি কোম্পানিকে ২৮ একর প্লট বরাদ্দ দেয়। সেখানে ৪০ বছরের জন্য রবি আজিয়াটা, জেনেক্স, বিজেআইটি সফটওয়্যার, ফেয়ার ইলেকট্রনিক্স, কেডিএস গ্রুপ, ইন্টারক্লাউড, বিজনেস অটোমেশন, নাজডাক টেকনোলজিস এবং জেআর এন্টারপ্রাইজ বিনিয়োগের সুযোগ পায়। ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলো সেখানে কাজ শুরু করেছে।

উল্লেখ্য, কালিয়াকৈরে হাইটেক পার্কে আসা কোম্পানিগুলো সেখানে প্রায় ১৪০ দশমিক ৮১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ ও ২৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্য ঠিক করেছে।

আরএম/এসআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।