মোটরসাইকেলের দাম ৩৩ লাখ টাকা!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৭ জানুয়ারি ২০১৯

বিশ্বজুড়ে বাড়ছে ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তা আর চাহিদার কথা চিন্তায় রেখে ইলেকট্রিক স্কুটার বা গাড়ি তৈরি করছে নানা প্রতিষ্ঠান।

সম্প্রতি লাস ভেগাসে অনুষ্ঠিত ‘কনসিউমার ইলেকট্রনিক্স শো’ -তে লাইভওয়ার নামের একটি ইলেকট্রিক বাইক নিয়ে এসেছে জার্মান সংস্থা নোভাস।

নোভাস নামের এই ইলেকট্রিক মোটর সাইকেলের ওজন মাত্র ৩৮.৫ কিলোগ্রাম। যা সাইকেলের ওজনের সমান।

এই মোটরসাইকেলে রয়েছে ১৪.৪ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি। যা এক বার চার্জ দিলে ৯৬ কিলোমিটার পথ পাড়ি দেয়া যাবে।

সর্বোচ্চ ৯৬.৫ কিমি প্রতি ঘন্টার গতিতে ছুটবে তাদের নতুন ইলেকট্রিক মোটর সাইকেলটি। যাতে রয়েছে একটি স্মার্টফোন। এই স্মার্টফোনের ডিসপ্লেতে মোটরসাইকেলের গতি, ব্যাটারি লাইফ-সহ একাধিক তথ্য দেখা যাবে।

এই ইলেকট্রিক মোটর সাইকেলের দাম ৩৯,৫০০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মূল্যে প্রায় ৩৩ লাখ টাকা।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।