ভারতে তৈরি হতে পারে আইফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ এএম, ২৯ ডিসেম্বর ২০১৮

ভারতে তৈরি হতে পারে আইফোন। নতুন বছরে আইফোন প্রেমীদের জন্য এমন সুখবরের দিয়েছে অ্যাপল। ভারতের তামিলনাডুর শ্রী পেরামবুদুরের কারখানা থেকে ফক্সকন অ্যাপল ফোন তৈরি করবে। খবর- রয়টার্স।

তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠান ফক্সকন অ্যাপলের কনট্র্যাক্ট ম্যানুফ্যাকচারার, মানে এ সংস্থাকে দিয়েই অ্যাপেল তাদের আইফোন তৈরি করে থাকে। চীনা হ্যান্ডসেট নির্মাতা সংস্থা শাওমির ফোনও এই ফক্সকনই তৈরি করে।

তামিলনাডুর শিল্পমন্ত্রী এম সি সম্পৎ ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, আড়াই হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করে শ্রীপেরামবুদুর কারখানার উৎপাদন ক্ষমতা বাড়াতে চাইছে ফক্সকন। আর ওই বিনিয়োগের ফলে অতিরিক্ত ২৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

এতদিন আইফোন সিক্স-এস ও এসই-এর মতো কমদামী ফোনগুলো ভারতে বেঙ্গালুরুতে উইসট্রন কর্পকে দিয়ে অ্যাসেম্বল করত অ্যাপল। এবার আইফোন এক্স, আইফোন এক্স-আর, আইফো এক্স-এস মতো ফোনগুলোকে ভারতে ফক্সকনকে দিয়ে অ্যাসেম্বল করতে চাচ্ছে মার্কিন এ সংস্থা।

মার্কিন-চীন বাণিজ্যগত যুদ্ধের কারণে চীন থেকে তাদের আইফোন তৈরির ঘাঁটি ‘অ্যাপল’ ভারতে সরিয়ে নিয়ে চাইছে বলে ধারণা ভারতের প্রযুক্তিপণ্য বাজার বিশেষজ্ঞদের।

আরএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।