চাষের মাঠে রোবট!


প্রকাশিত: ১০:১০ এএম, ২২ আগস্ট ২০১৫

চিকিৎসা, শিল্প থেকে শুরু করে রেস্তোরাঁ, বসত বাড়ির পর এবার কৃষি ও মৎস্য শিল্পের জন্য রোবট তৈরি করেছে জাপান। উচ্চ ফলনশীল কৃষিপণ্য ও লোকবলের চাহিদা কমাতে নতুন এই পরিকল্পনা নিয়েছে দেশটি।

২০১৪ সালের এক সমীক্ষায় দেখা যায়, জাপানে কৃষকদের গড় বয়স ৬৪ বছর। বয়স্ক কৃষকদের শ্রম লাঘবের জন্যই চিন্তাভাবনা শুরু করেছে জাপান সরকার।

জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় জানায়, গত বছর ফেব্রুয়ারিতে তারা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে ১৭ ধরনের রোবট তৈরির জন্য ১২০ কোটি জাপানি মুদ্রার একটি তহবিল ঘোষণা করেছে। এই লক্ষ্যে গবেষকরা অর্ধেকের বেশি রোবট আবিষ্কার করেন কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে।

কৃষিতে রোবটের ব্যবহারকে বৈপ্লবিক জয় আখ্যা দিয়ে জাপানের ওকায়েমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইচি ইয়াগি বলেন, আমরা কৃষির জন্য রোবট তৈরি করছি। ধরুন, একজন ব্যক্তি এক হাতে সাত-আট কেজি ওজনের একটি বাক্স তুলতে পারে। কিন্তু আমরা এমন এক রোবট তৈরি করেছি, যেটি অনায়াসে বিশ কেজি পর্যন্তও বহন করতে পারে।

এসঅাইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।