বাংলাদেশের ১৫ অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০:২১ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮

বাংলাদেশ থেকে খোলা ১৫টি অ্যাকাউন্ট বন্ধ করেছে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার। প্লাটফর্মে নীতিমালা বহির্ভুত ভাবে নানা ধরনের মিথ্যা তথ্য প্রকাশ করায় অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক টুইটে এমন তথ্য জানিয়েছে টুইটার।

টুইটার সেইফটি নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্টকৃত ওই টুইটে বলা হয়, আমাদের অনুসন্ধান চলছে। বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক অ্যাকাউন্ট পেয়েছি, যে গুলো থেকে মিথ্যা বা ভিত্তিহীন তথ্য প্রকাশিত হচ্ছে। প্রাথমিক ভাবে ১৫টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।