গুজব ছড়ানোয় ৯ পেজ ও ৬ অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮

গুজব ছড়ানো ও প্লাটফর্মের অপব্যবহার করায় বাংলাদেশের নয়টি পেজ ও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুক এ তথ্য জানিয়েছে।

ফেসবুক আরও জানিয়েছে, তদন্তের মাধ্যমে এসব পেজ ও অ্যাকাউন্টের বিরুদ্ধে নীতিমালা ভঙ্গের প্রমাণ পেয়েছি। এসব থেকে সরকার বিরোধী এবং বিরোধীদের লক্ষ্য করে হিংসাত্মক তথ্য প্রচার করা হতো। যা ফেসবুক সমর্থন করে না। এ জন্য এসব বন্ধ করতে বাধ্য হয়েছি।

বন্ধ হওয়া পেজগুলোর মধ্যে বিডিনিউজ ও বিবিসি বাংলার ফেক পেজও রয়েছে। তবে কোন ছয়টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ফেসবুক কর্তৃপক্ষ।

বন্ধ হওয়া একটি ফেসবুক পেজে প্রায় ১২ হাজার ফলোয়ার ছিল এবং ওই পেজটি থেকে গত এক বছরে প্রায় ৮০০ ডলার বিজ্ঞাপন বাবদ খরচ করা হয়।

এএ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।