সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:২৩ এএম, ১৬ ডিসেম্বর ২০১৮

অন্যান্য বছরের মতোই এ বছরও সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের জায়গা দখল করে নিয়েছে ‘password’ আর ‘123456’। তবে ২০১৮ সালে এ তালিকায় যোগ হয়েছে নতুন একটি নাম। সেটি হলো ‘donald.’।

৫০ লাখেরও বেশি পাসওয়ার্ড সমীক্ষা করে এ তথ্য প্রকাশ করেছে পাসওয়ার্ড ব্যবস্থাপনা সেবাদাতা প্রতিষ্ঠান স্প্ল্যাশডাটা।

প্রতিবেদনে বলা হয়েছে, এই তিনটি পাসওয়ার্ড ছাড়াও ২০১৮ সালে গ্রাহকের জনপ্রিয়তার তালিকায় ছিল ‘1234567’, ‘12345678’, ও ‘!@#$%^&*’। জনপ্রিয়তার ২৩ নম্বর স্থানে রয়েছে ‘donald.’। এছাড়াও এ তালিকায় রয়েছে ‘football’, ‘princess’ ও ‘iloveyou’।

টানা পাঁচ বছর ধরে ‘123456’ ও ‘password’ পাসওয়ার্ড দুটি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। এক গবেষণায় দেখা গেছে, এর পরের পাঁচটি দুর্বল পাসওয়ার্ড হচ্ছে এক থেকে ছয় সংখ্যা ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করা বা একই সংখ্যা কয়েকবার টাইপ করা। এমনই একটি পাসওয়ার্ড হচ্ছে ‘111111.’।

স্প্ল্যাশডাটার প্রধান নির্বাহী মর্গ্যান স্লেইন বলেন, প্রায় ১০ শতাংশ মানুষ সবচেয়ে দুর্বল পাসওয়ার্ডগুলোর অন্তত একটি ব্যবহার করেন। তাই কোনো তারকার নাম, কিবোর্ডের প্যাটার্ন পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা উচিত নয়।

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।