অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ আনলো গুগল


প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৯ আগস্ট ২০১৫

অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের নাম ঘোষণা করেছে গুগল। নতুন সংস্করণটির নাম মার্শমেলো-৬.০। চলতি বছরের মে মাসে টেক জায়ান্ট গুগল এক ঘোষণায় এটি আনার কথা জানিয়েছিল। এতদিন এ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে শিগগিরই নতুন সংস্করণটি বাজারে আসতে পারে বলে জানা গেছে।

এর আগে গুগল অ্যান্ড্রয়েডের যে কয়েকটি সংস্করণ বাজারে এনেছে সবগুলোর নামকরণের একটি বিশেষ ধারা লক্ষ করা গেছে। খাবারের নামের সঙ্গে মিল রেখে গুগলের অ্যান্ড্রয়েড সংস্করণগুলোর নামকরণ করা হয়েছে। এর আগে জেলিবিন ও ললিপপ, কিটক্যাট ছাড়াও আরো কয়েকটি নামে অ্যান্ড্রয়ডের সংস্করণ এনেছে গুগল। এবারের মার্শমেলো সংস্করণটিও এর ব্যতিক্রম নয়। মার্শমেলো হলো চিনির প্রলেপ দেয়া এক ধরনের ক্যান্ডি জাতীয় বিশেষ খাবার।

গুগল ডেভেলপারদের উদ্দেশে বলছে, অ্যান্ড্রয়েড-৬.০ এখন পাওয়া যাচ্ছে। ডেভেলপাররা চাইলে এটি ডাউনলোড করতে পারবেন। নতুন সংস্করণটিতে বেশকিছু ফিচার উন্নয়ন করা হয়েছে। ফিঙ্গার প্রিন্ট সেন্সর সুবিধা ও উন্নত পাওয়ার সেভিং মুডও যুক্ত করা হয়েছে। এছাড়া অ্যাপ ইন্সটল বা হালনাগাদের জন্য নতুন একটি ব্যবস্থাও চালু করা হয়েছে।

অ্যান্ড্রয়েড ললিপপ ভার্সনে অনেক গ্রাহকই ব্যাটারি লাইফ নিয়ে অভিযোগ করেছেন। এবার সে সব বিষয় মাথায় রেখে মার্শমেলো আপডেটে ললিপপের তুলনায় দ্বিগুণ ব্যাটারি সেভিংসের ব্যবস্থা রাখা হয়েছে।

গুগল দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে, ইউএসবি পোর্টের দুই মাথাই যেন সিপিইউতে ঢুকিয়ে চার্জ দেওয়া যায়। মার্শমেলো আপডেটে এ ব্যবস্থাই করা হয়েছে। সিপিইউতে ক্যাবলের যেকোনো মাথা ঢুকিয়ে দিলেই চার্জ হবে। পাশাপাশি এই ভার্সনে চারগুণ তাড়াতাড়ি চার্জ হবে।
 
এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।