ফেসবুকে ভিডিও পোস্ট করে আয়ের সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০:৫৪ এএম, ০৮ নভেম্বর ২০১৮

বাংলাদেশে চালু হয়েছে ফেসবুক ‘অ্যাড ব্রেকস’ সুবিধা। ফলে ফেসবুকে ভিডিও পোস্ট করে আয় করতে পারবেন আপনিও।

বুধবার থেকে ব্যবহারকরীরা ফেসবুকে এ সুবিধা পাচ্ছেন। বাংলা এবং ইংরেজি ভাষায় আপলোড করা ভিডিও ‘অ্যাড ব্রেকস’ সুবিধা রয়েছে।

অ্যাড ব্রেকস এর মাধ্যমে ফেসবুক আপলোডকৃত ভিডিওতে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রদর্শন করবে। ওই বিজ্ঞাপন থেকে ফেসবুকের আয়ের একটি অংশ জমা হবে আপনার অ্যাকাউন্টে।

তবে ফেসবুক অ্যাড ব্রেকস সুবিধা নিতে চাইলে ভিডিও অবশ্যই মনিটাইজ করতে হবে। ভিডিও মনিটাইজ করার জন্য ফেসবুক পেইজে ১০,০০০ এর বেশি ফলোয়ার, সবশেষ ৬০ দিনে ৩০,০০০ ভিউ, ভিডিও এর দৈর্ঘ্য কমপক্ষে ৩ মিনিট হতে হবে।

ফেসবুক অ্যাড ব্রেকসে যোগ দিতে fb.me/joinadbreaks ঠিকানায় ভিজিট করতে পারেন।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।