গাড়ি বানাচ্ছে অ্যাপল!


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ১৭ আগস্ট ২০১৫

বিশ্বখ্যাত কম্পিউটার ও মোবাইল প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল গাড়ি বানাতে যাচ্ছে এরকম গুজব অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে এবার এ গুজবে নতুন মাত্রা যোগ করেছে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত একটি চিঠি।

এই গুজব অ্যাপল ভক্তদেরকে উত্তেজনাকর নতুন কোনও প্রযুক্তি হাতে পাওয়ার আশায় মরিয়া করে তুলছিল। কিন্তু এ গুজবের পক্ষে শক্ত কোনো প্রমাণ এতোদিন ছিল না।

তবে, এবার সম্ভাব্য একটি গাড়ি নির্মাণ প্রকল্পের ব্যাপারে উল্লেখ করার মত কিছু প্রমাণ মিলেছে। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান অ্যাপলের প্রকৌশলী ফ্রাংক ফিয়ারন এবং গোমেনটাম স্টেশন নামে একটি গাড়ি পরীক্ষণ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে চিঠি আদান-প্রদান হয়েছে। আর এই চিঠিই অ্যাপলের গাড়ি তৈরির গুজবটিকে শক্ত ভিত্তি দিয়েছে।

গোমেনটামকে দেয়া চিঠিতে অ্যাপলের প্রকৌশলী ফিয়ারন নিজেকে একজন গাড়ি বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করেছেন। গোমেন্টাম স্টেশনটি সান ফ্রান্সিসকোর কাছে স্থাপিত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে চালক-বিহীন গাড়ি পরীক্ষণের ব্যবস্থা রয়েছে।

এদিকে, অ্যাপল নিশ্চিত না করলেও সম্ভাব্য গাড়ি নির্মাণ প্রকল্প ‘প্রজেক্ট টাইটান’ এর জন্য কিছু গাড়ি বিশেষজ্ঞ নিয়োগ দেয়ারও গুঞ্জন শুরু হয়েছে। এই প্রকল্পের ব্যাপারে গোপনীয়তা বজায় রাখছে গোমেন্টাম। তবে গার্ডিয়ানকে তারা এটা নিশ্চিত করেছে যে অ্যাপল তাদের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।