শেষ হলো সাফল্যের ‘রবি স্মার্টফোন ও ট্যাব মেলা’


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১৫ আগস্ট ২০১৫

আয়োজকদের হাসিভরা মুখ, উপচেপড়া ভিড় এবং শতভাগ সাফল্যের মধ্য দিয়ে শেষ হলো ‘রবি  স্মার্টফোন ও ট্যাব মেলা’-২০১৫। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও মেলার শেষ দিনটিতে ছিল শোকাবহ পরিবেশ। আয়োজক কি দর্শনার্থী সবার মধ্যে যেনো শোককে ডিজিটাল বাংলাদেশ গড়ার শক্তিতে রুপান্তরের স্বপ্ন। সমাপ্তি দিবসে কালো ব্যাজ ধারন করে আগতরা শোকাবহ মনে ঘুরেছেন মেলার স্টলে।

আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকার ১৫ আগস্টের স্মরণে করেছে রকমারি আয়োজন। বঙ্গবন্ধুর দুর্লভ ছবি ও প্রামান্যচিত্রের প্রদর্শনী মেলাকে বিশেষ স্বকীয়তা প্রদান করেছে। প্রচার করা হয় মুক্তিযুদ্ধ ও দেশের গান। সবমিলে মেলার শুরুর চেয়ে শেষ ছিল অনেক ভালো।

আয়োজকদের দাবি, তিন দিনে দর্শনার্থীর সংখ্যা বিশ হাজার ছাড়িয়ে গেছে। শেষ দিবসে বিভিন্ন কোম্পানি বিশেষ ছাড় ও উপহার প্রদান করে স্মোর্টফোন মেলায় একাধিক ব্র্যান্ডের বেশ কয়েকটি নতুন মডেলের স্মার্টফোন থাকবে। স্যামসং, সিম্ফনি, স্টাইলাস, গোল্ডবার্গ, জেডটিই, অপ্পো, হুয়াওয়ে, ম্যাক্সিমাস, সনি,  র্যাং গস, এলিট, আসুস, লেনোভো, মাইসেল, প্রভৃতি ব্র্যান্ড অংশ গ্রহণ করছে।

এবারের মেলায় দর্শনার্থী ও বিক্রেতাদের সুবিধার্থে এবার মেলার পরিধি বাড়ানো হয়েছিল।

একটি মেগা প্যাভিলিয়ন, ৫টি মিনি প্যাভিলিয়ন এবং ১০টি স্টলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সর্বশেষ প্রযুুক্তি ও মেডেলের ডিভাইস প্রদর্শনী ও বিক্রি করেছে।

আরএম/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।