রবি স্মার্টফোন ও ট্যাব মেলার পর্দা নামছে শনিবার


প্রকাশিত: ১২:০০ পিএম, ১৫ আগস্ট ২০১৫

রাজধানীতে তিন দিনব্যাপী রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো-২০১৫ মেলা শেষ হচ্ছে শনিবার। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকার আয়োজিত এই মেলা আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে। শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটির দিনে মেলায় উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

তৃতীয় ও সমাপনী দিনে শোকের আবহে শুরু হয় মেলা। ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহতবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি শোক জানিয়ে কালো ব্যাচ ধারণ করেছেন মেলা প্রাঙ্গণের নানা শ্রেণি-পেশার মানুষ। মেলায় অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের পক্ষ থেকে এই কালো ব্যাচ সরবরাহ করা হয়।

এছাড়াও মেলার বঙ্গবন্ধু প্যাভিলিয়নে বঙ্গবন্ধু স্মরণে দেখানো হয় তার দুর্লভ চিত্র ও ভিডিওচিত্র। প্রচার করা হয় মুক্তিযুদ্ধ ও দেশাত্ববোধক গান।

ছুটির দিন হওয়ায় এদিন সকাল থেকেই দীর্ঘ লাইন ধরে মেলায় দর্শনার্থীদের প্রবেশ করতে দেখা যায়। প্যাভিলিয়ন, স্টলগুলোতে ছিল উপচেপড়া ভিড়। শেষ দিনে তুলনামূলকভাবে বেশি ছাড় ও উপহারের প্রত্যাশায় অনেকেই বন্ধু-বান্ধব কিংবা স্বপরিবারে ছুটে আসেন মেলায়।

মেলায় মোবাইল ফোনে ভয়েস কল, এসএমএস ও ডাটা সার্ভিসে অফার নিয়ে এসেছে মোবাইল অপারেটর ও মেলার প্রধান পৃষ্ঠপোষক রবি। প্রতিষ্ঠানটির প্যাভিলিয়ন থেকে মোবাইল কিনলেই পাওয়া যাচ্ছে শতভাগ বোনাস। স্যামসাং, মাইক্রোসফট লুমিয়া ও আমরা ব্র্যান্ডের হ্যান্ডসেট কিনলে সমমূল্যের টকটাইম, এসএমএস ও ইন্টারনেট প্যাক উপহার দিচ্ছে রবি। পাশাপাশি পাওয়া যাচ্ছে বিভিন্ন সেবা। এছাড়া অংশগ্রহণকারীর প্রতিষ্ঠানগুলোর ছাড় ও উপহার অব্যাহত ছিলো।

আয়োজকরা জানান, গত দুই দিনে দর্শনার্থীদের উপস্থিতি ছিলো প্রায় ২০ হাজার। আজ মেলার শেষ দিন, তাই অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বেশি ছাড় ও উপহার দিচ্ছে। অনেকেই শেষ মুহুর্তে কমদামে পছন্দের ডিভাইসটি কিনতে ভিড় জমাচ্ছেন। আশা করছি গত দুই দিনের রেকর্ড ভেঙে আজ ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি বাড়বে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো জানান, মেলায় প্রত্যাশার চেয়ে অনেক বেশি পরিমাণ পণ্য বিক্রি হচ্ছে। অন্যবারের তুলনায় এবার ক্রেতাদের সাড়া বেশি। মধ্যম পর্যায়ের স্মার্টফোন ও ট্যাবের চাহিদা ভালো। তবে ক্রেতারা শুধু যে দামের বিষয়টি বিবেচনা করছেন এমন নয়, দাম কম-বেশি হলেও কোনো পণ্য পছন্দ হলেই লুফে নিচ্ছেন তারা।  

১টি মেগা প্যাভিলিয়ন, ১৩টি প্যাভিলিয়ন, ৫টি মিনি প্যাভিলিয়ন এবং ১০টি স্টলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সর্বশেষ প্রযুক্তি ও মডেলের ডিভাইস প্রদর্শনী ও বিক্রি করছে। রয়েছে অন্যান্য আয়োজনও।

মেলায় স্যামসাং, অ্যাপল, সিম্ফনি, স্টাইলাস, গোল্ডবার্গ, জেডটিই, অপ্পো, হুয়াওয়ে, ম্যাক্সিমাস, সনি, র্যাং গস, এলিট, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, কন্টিগো, শাওমি, জিওনি, ওয়ান প্লাস, এইচটিএস, এডাটা, এইচপিএস, গ্যাজেট গ্যাং সেভেন, মিউজু, আইনল, ডিএক্স জেনারেশন প্রভৃতি ব্র্যান্ড অংশগ্রহণ করেছে।

দর্শকরা আধুনিক প্রযুক্তির সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারছেন। পাশাপাশি প্রদর্শনীতে প্রথমদিন থেকেই উন্মুক্ত করা হচ্ছে একাধিক ব্র্যান্ডের বেশ কয়েকটি নতুন মডেলের স্মার্টফোন।

এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক টেলিকম অপারেটর রবি। সহ-পৃষ্ঠপোষকতায় রয়েছে এলিট মোবাইল, গোল্ডবার্গ, হুয়াওয়ে, স্যামসাং, স্টাইলাস, সিম্ফনি ও জেডটিই। সহযোগী হিসেবে রয়েছে এডুমেকার, এলিট ফোর্স, পিপলস রেডিও ৯১.৬ এফএম ও টেকশহর ডটকম।
/

মেলা উপলক্ষে রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেইসবুক পেইজে (https://www.facebook.com/STExpo) বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে বিজয়ীদের ট্যাব, স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।

প্রদর্শনীর সব আপডেট ফেইসবুক পেইজ https://www.facebook.com/STExpo এবং দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকম (techshohor.com) -এ পাওয়া যাচ্ছে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।