তিন হাজার কর্মী ছাঁটাই করবে লেনোভা


প্রকাশিত: ০১:১৭ পিএম, ১৩ আগস্ট ২০১৫

চীনের বৃহৎ কম্পিউটার ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো ৩ হাজার দুই শ` কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে মুনাফা ৫১ শতাংশ হ্রাস পাওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কর্তৃপক্ষ চলতি বছরের এ মুহূর্তকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে কঠিন বাজার পরিস্থিতি বলে উল্লেখ করেছে।

কম্পিউটার প্রস্তুতকারী বিশ্বের সর্ববৃহৎ এই প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত প্রথম তিন মাসে মোট মুনাফা ৫১ শতাংশ হ্রাস পেয়ে ১০৫ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছর একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ২১৪ মিলিয়ন ডলার। এছাড়া প্রথম তিন মাসে কর পরিশোধের পূর্বে মুনাফার পরিমাণ ৮০ শতাংশ হ্রাস পেয়েছে।

স্মার্টফোনের ব্যবসা পুনর্বিন্যাস করা হবে বলে জানিয়েছেন লেনোভার প্রধান নির্বাহী ইউয়ান কিং ইয়াং। এছাড়া এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি বলছে, বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক বাজারে লেনোভা উৎপাদিত কম্পিউটার এবং ট্যাবলেট সেক্টরে বিপর্যয় দেখা দিয়েছে।

উৎপাদনশীল খাতের বাইরের শ্রমশক্তির মধ্য থেকে এই ৩ হাজার কর্মী ছাঁটাই করা হবে। যা তাদের বৈশ্বিক শ্রমশক্তির প্রায় ৫ শতাংশ।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।