হ্যাকারদের কবলে ৫ কোটি ফেসবুক অ্যাকাউন্ট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৩১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮

একটি নিরাপত্তা ত্রুটির কারণে ফেসবুকের প্রায় পাঁচ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। শুক্রবার এমনটি জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

'ভিউ এজ' নামের সুবিধার দুর্বলতাকে কাজে লাগিয়ে হ্যাকাররা সুযোগ নিয়ে মানুষের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছে। মঙ্গলবার ফেসবুক কর্তৃপক্ষ এই ঘটনা ধরতে পাড়ে। ইতোমধ্যে পুলিশকে বিষয়টি জানিয়েছে ফেসবুক।

যেসব ব্যবহারকারী আক্রান্ত হয়েছেন তাদের শুক্রবার পুনরায় লগ-ইন করতে হয়েছে।

তবে এখন আর ভয়ের কিছু নেই। কারণ ফেসবুকের নিরাপত্তা প্রধান গাই রোজেন জানিয়েছেন, এই ত্রুটি সারিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, আমরা মাত্র তদন্ত শুরু করেছি। এখনও জানি না, এসব তথ্য অপব্যবহার করা হয়েছে কিংবা কোনো তথ্য দেখা হয়েছে কি না। আমরা জানি না, এই হামলার নেপথ্যে কারা রয়েছে এবং তাদের অবস্থান কোথায়।

সূত্র : বিবিসি

জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।