২০০০ কর্মী ছাঁটাই করবে ইয়াহু


প্রকাশিত: ০৪:২১ এএম, ০৯ অক্টোবর ২০১৪

তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে কর্মী ছাঁটাই করার মহাযজ্ঞ। আর এবার এতে শামিল হওয়ার ঘোষনা দিলো ইয়াহু। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভারতে অবস্থিত সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টারের প্রায় ২,০০০ কর্মী ছাঁটাইয়ের শিকার হতে পারেন।

একটি অসমর্থিত সূত্র থেকে জানা গিয়েছে, ইয়াহুর এই ডেভেলপমেন্ট সেন্টারের ২,২৫০ জন কর্মীর মধ্যে কেবল ২৫০ জন ৭ নভেম্বরের পর সেখানে কাজ করবেন। যদিও পরবর্তীতে সেখান থেকে বলা হয়, ৬০০ এর মত কর্মী ছাঁটাই করা হতে পারে।

এ বিষয়ে ইয়াহুর একজন মুখপাত্র টেকরাডারকে জানান, "আমরা নিশ্চিত করতে চাই যে সমৃদ্ধির পথেই এগোচ্ছে ইয়াহু। আমরা আরও বড় সমৃদ্ধির পথে হাঁটতে চাই। আর এরই অংশ হিসেবে ব্যাঙ্গালোরে অবস্থিত ডেভেলপমেন্ট সেন্টারে কিছু পরিবর্তন আনা হতে পারে।" তবে কী ধরনের পরিবর্তন আনা হবে, সে ব্যাপারে কিছু জানাননি এই মুখপাত্র।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।