এখানেই ডটকমের সারপ্রাইজ গিফট পেলেন ৮ বিক্রেতা


প্রকাশিত: ১০:২৬ এএম, ১২ আগস্ট ২০১৫

পণ্য আপলোড করে সারপ্রাইজ গিফট পেয়েছেন এখানেই ডট কম ব্যবহারকারী ৮ বিক্রেতা। সম্প্রতি তাদেরকে আডাটা পাওয়ার ব্যাংক দিয়ে পুরস্কৃত করেছে এই প্রতিষ্ঠানটি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রমজানে বাংলাদেশের অন্যতম অনলাইন ক্লাসিফাইড ওয়েবসাইট এখানেই ডট কম আয়োজন করে এ সোশ্যাল মিডিয়া প্রতিযোগিতার।

পুরো রমজান জুড়েই এখানেই ডট কম এর ফেসবুক ফ্যান পেজ-এ ৮টি প্রতিযোগিতামূলক পোস্ট দিয়ে এখানেই’র জনপ্রিয় তিন বিজ্ঞাপন চরিত্র প্রতীক, ইয়াশনা ও হাতেম সবার কাছে জানতে চেয়েছে যে, তারা কিনতে চায় এমন একটি নির্ধারিত পণ্যের জন্য সবচেয়ে ভালো ডিল কোনটা হবে। অংশগ্রহণকারীরা এখানেই ডট কম ওয়েবসাইট ব্রাউজ করে সবচেয়ে ভালো ডিলটির লিঙ্ক পোস্টটিতে মন্তব্য করে জানিয়েছেন তারা কেনো সেই ডিলটিকেই যথার্থ মনে করছে। তাদের মধ্যে সবচেয়ে ভালো উত্তরদাতা জিতে নিয়েছেন এই্ পুরস্কার।

প্রতীক, ইয়াশনা ও হাতেমের জন্য সবচেয়ে মানানসই হাতব্যাগ, গাড়ি, মোটরসাইকেল, রকিং চেয়ার, এয়ার কন্ডিশনার, ক্যামেরা, ড্রেসিং টেবিল ও ল্যাপটপ খুঁজে দেয়ার এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের খুঁজতে হয়েছে ৩ লাখেরও বেশি পণ্য। যা বাংলাদেশে অনলাইনে সহজে কেনা-বেচার ক্ষেত্রে আরও বেশি সংখ্যক মানুষকে যুক্ত করেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রতিযোগিতাটি সবার মাঝেই বিপুল জনপ্রিয়তা অর্জন করে। তাই এখানেই ডট কম ভবিষ্যতেও এরকম আকর্ষণীয় ক্যাম্পেইন নিয়ে আসবে এর  ব্যবহারকারী ও ফেসবুক অনুসারীদের জন্য।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।