শাওমির পোকো এফ-১ স্মার্টফোনের বিরুদ্ধে অভিযোগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮

নানা জল্পনা কল্পনার পর বাজারে আসা শাওমির নতুন ফোন পোকো এফ-১ এর বিরুদ্ধে বেশ গুরুতর অভিযোগ পাওয়া গেছে। দাম কম হলেও এ ফ্ল্যাগশিপ ফোনটি যারা বেশি মাল্টিমিডিয়া ব্যবহার করেন তাদের হতাশ করতে পারে। কেননা এ ফোনে ওয়াইড ভাইন এল১ ডিআরএম (Widevine L1 DRM নেই)।

এ কারণে এইচডি ভিডিও স্ট্রিমিং এ সমস্যা দেখা দিচ্ছে ফোনটি। ফলে এ বাজেট ফ্ল্যাগশিপে নেটফ্লিক্স, অ্যামাজন বা গুগল প্লে থেকে এইচডি স্ট্রিম করা যাচ্ছে না।

জানা গেছে, ৮ জিবি র‌্যাম ও স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেটের এ ফোনে রয়েছে ওয়াইড ভাইন এল৩ যা শুধু স্ট্যান্ডার্ড ডেফিনেশন (SD) স্ট্রিম করতে সক্ষম। ওয়াইড ভাইন এল১, এল২, এল৩ এর মধ্যে সবচেয়ে পুরোনো টেকনোলজি ওয়াইড ভাইন এল৩ ব্যবহার হয়েছে এ ফোনে।

আর এ খবর যাচাই করে দেখেছে ভারতীয় প্রযুক্তি সাইট গ্যাজেট ৩৬০। যে সব ফোনে ওয়াইড ভাইন এল১ থাকে সেই ফোনে নেটফ্লিক্সের সব ভিডিওর উপরে এইচডি আইকন দেখা যায়। পোকো এফ-১ ফোনে কোনো নেটফ্লিক্স ভিডিও এইচডিতে দেখা সম্ভব হয়নি।

শাওমির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এনডিএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।