আইফোনের পরবর্তী সংস্করণ আসছে ৯ সেপ্টেম্বর


প্রকাশিত: ০৩:৩৫ এএম, ০৯ আগস্ট ২০১৫

মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে নতুন আইফোন উন্মোচন করে । চলতি বছরও এর ব্যতিক্রম হচ্ছে না। জানা গেছে আগামী ৯ সেপ্টেম্বরেই বাজারে আসতে যাচ্ছে নতুন আইফোন। খবর টেকটু।

চলতি বছর একযোগে তিনটি নতুন ডিভাইস আনতে পারে অ্যাপল। এগুলো হচ্ছে-আইফোন সিক্সএস, আইফোন সিক্সএস প্লাস এবং ৪ ইঞ্চি ডিসপ্লের আইফোন সিক্সসি। এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, এবার আর সেপ্টম্বরে নয়, বরং এক মাস আগেই নতুন ডিভাইস উন্মোচন করার কথা অ্যাপলের। বিগত কয়েক বছরের তুলনায় এবার আইফোনের পরবর্তী সংস্করণ নিয়ে গ্রাহকদের আগ্রহ একটু বেশি। আর এ কারণেই ক্রমবর্ধমান গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে ধারাবাহিকতা ভেঙে এক মাস আগেই নতুন ডিভাইস আনছে বলে প্রযুক্তি বিশ্বে আলোচনা হচ্ছে। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়া অবধি বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

এদিকে আইফোন তৈরির প্রয়োজনীয় উপাদান সরবরাহের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে অ্যাপল। এছাড়া এরই মধ্যে চিপ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির প্রস্তুতি দেখে ধারণা করা হচ্ছে শিগগিরই বাজারে আসছে পরবর্তী আইফোন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।