গুগলে চাকরি করবেন আদিত্য, বেতন বছরে ১.২ কোটি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৯ জুলাই ২০১৮

কম্পিউটার বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেন তাদের অনেকেরই স্বপ্নের কর্মজীবনের গন্তব্যস্থল থাকে গুগল, ফেসবুক বা মাইক্রোসফট। এ প্রতিষ্ঠানগুলোতে মানুষ শুধু চাকরিই করে না, বরং অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে অসংখ্য উদ্যোগের অনুপ্রেরণায় অবদান রাখেন তিনি।

তেমনই একজন ভারতের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বেঙ্গালুরুর ছাত্র আদিত্য পালিওয়াল, বয়স মাত্র ২২ বছর। বিশাল বেতনে গুগলে চাকরি নিয়ে নিউইয়র্ক যাচ্ছেন তিনি। তার বেতনের প্যাকেজ ধরা হয়েছে বছরে ১.২ কোটি টাকা।

এম-টেকের ছাত্র আদিত্য গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শাখায় কাজ করবেন।

এ গবেষণায় কাজের জন্য সারা বিশ্ব থেকে পরীক্ষা দিয়েছিলেন ৬ হাজার জন। এরমধ্যে নেয়া হয় ৫০ জনকে। আদিত্য তাদেরই একজন।

চাকরিটা পাওয়ার পর আদিত্য বলেছিলেন, মার্চে অফারটা পাই। গুগল থেকে অনেক কিছু শিখতে পারবো বলে আশা করছি।

প্রোগ্রামিং ছাড়াও আদিত্য ভালোবাসেন ড্রাইভিং, ক্রিকেট আর ফুটবল।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।