হ্যান্ডসেটের কারণে মিলছে না ফোরজি সেবা

রফিক মজুমদার
রফিক মজুমদার রফিক মজুমদার , জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৭ পিএম, ০৬ জুলাই ২০১৮

অধিকাংশ গ্রাহকের কাছেই নেই ফোরজি সেবা নেয়ার মতো উপযুক্ত হ্যান্ডসেট। যে কারণে ফোরজি সিম চালালেও সেবা মিলছে টুজির।

জানা গেছে, উন্নত দেশের মতো ইকোসিস্টেম মোবাইল সেটের ব্যবহার দেশে খুবই কম। তবে অধিকাংশ গ্রাহকের ক্রয় ক্ষমতার বাইরে ইকোসিস্টেম সমৃদ্ধ উন্নত মানের সেট।

টেলিকমিউনিকেশন বিশেষজ্ঞদের মতে, ফোরজির পর ফাইভজি এনে কোনো লাভ নেই। আগে উপযোগী গ্রাহক থাকা দরকার। এটি নেই বলেই কার্যক্রম শুরুর পাঁচ মাস পার হলেও চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোরজির দ্রুত গতির সুবিধা পাচ্ছেন না গ্রাহকরা।

এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবীর জাগো নিউজকে বলেন, ফোরজি সুবিধা সাধারণ হ্যান্ডসেটে মিলবে না। ইকোসিস্টেম মোবাইল সেটে এ সেবা পাওয়া যায়। তবে নাম মাত্র মূল্যের মোবাইল সেট ব্যবহার করে ফোরজি সেবা আশা করা ঠিক না।

তিনি বলেন, ব্যবহারকারীদের ৯৫ ভাগই ফোরজি ব্যবহার করলেও প্রতিশ্রুত গতি মিলছে না। এখানে অপারেটরদেরও ভূমিকা প্রয়োজন। স্বল্প দামে মান সম্পন্ন মোবাইল সেট বাজারে সহজলভ্য করতে পারলে গ্রাহকরা ফোরজি সেবা পাবে।

বিটিআরসি তথ্য বলছে, ১৫ কোটি মোবাইল ফোন গ্রাহকের মধ্যে সাড়ে আট কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহার করেন। যার আট কোটিই নেট ব্রাউজ করেন মোবাইলে।

আরএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।