ফোর্বসের শীর্ষ ১০০ ব্র্যান্ডের তালিকায় হুয়াওয়ে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ পিএম, ২৬ জুন ২০১৮

ফোর্বসের “দি ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ডস অব ২০১৮” তালিকায় স্থান পেয়েছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি টানা দুই বছর এই তালিকায় স্থান পেল। ৮.৪ বিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড মূল্যায়নে এই বছর হুয়াওয়ে তালিকাটিতে ৭৯তম স্থান অর্জন করেছে।

২০১৭ সালে হুয়াওয়ে প্রথমবারের মতো এই তালিকায় স্থান পায়। ৭.৩ বিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড মূল্যায়নে সেবার হুয়াওয়ে ৮৮তম স্থান অর্জন করেছিল। সর্বশ্রেষ্ঠ ১০০ এর তালিকায় ২০ শতাংশ স্থান অর্জন করেছে প্রযুক্তিসম্পর্কিত প্রতিষ্ঠান।

২০১৭ সালে মেইট, পি এবং নোভা সিরিজের বিভিন্ন পণ্যের মাধ্যমে হুয়াওয়ে দ্রুত বৈশ্বিক উন্নয়ন অর্জন করেছে। হুয়াওয়ে পি১০ এবং মেইট ১০ সিরিজের বাজারজাতকরণের মাধ্যমে উচ্চ পর্যায়ের হ্যান্ডসেট বাজারে নিজেদের অবস্থান আরও জোরদার করেছে।

প্রযুক্তিগত অভিনবত্ব এবং গবেষণামূলক বিনিয়োগের ফলে বিশ্ববাজারে হুয়াওয়ের ব্র্যান্ড পরিচিতি উত্তোরোত্তর বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালে গবেষণামূলক কাজে হুয়াওয়ে ৮৯.৭ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে যা প্রতিষ্ঠানটির মোট আয়ের ১৪.৯ শতাংশ। গত ১০ বছরে এই বিনিয়োগের পরিমাণ ৩৯৪ বিলিয়ন ইউয়ান।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।