অনলাইন কেনাকাটায় খরচ বাঁচাতে চাইলে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৮ জুন ২০১৮

ঈদকে সামনে রেখে বাড়ছে অনলাইন কেনাকাটা। ঘরে বসে একটু স্বস্তিতে অনলাইন কেনাকাটাতেই স্বাচ্ছন্দ। সময়ের সাথে সাথে জনপ্রিয় হচ্ছে এই মাধ্যমটি।

তবে একটু সচেতন হলে অনলাইন কেনাকাটায় বাঁচতে পারে আপনার কিছুটা খরচ। জেনে নিতে পারেন এরকম কিছু পরামর্শ -

১. প্রথমে যা কিনতে চাইছেন সেটির দাম বিভিন্ন শপিং সাইট দেখে যাচাই করে নিন।

২. কোন শপিং সাইটে আপনার পছন্দের জিনিসটির দাম সবচেয়ে কম তা নির্বাচন করুন।

৩. দেখে নিন কোন সাইটে ডিসকাউন্ট কিংবা অফার-এ ছাড়ের পরিমাণ বেশি।

৪. ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড-এর মাধ্যমে কেনার ক্ষেত্রে কোনও বিশেষ ছাড় পাচ্ছেন কিনা দেখে নিন।

৫. পণ্যের সঠিকতা যাচাই করতে এবং নিরাপত্তার জন্য ‘ক্যাশ অন ডেলিভারি’ অপশন আছে কিনা দেখুন।

৬. কোন শপিং সাইটের শিপিং চার্জ কত? সে দিকে নজর দিন।

৭. কোনও কিছু কেনার আগে অবশ্যই সেটির রিভিউ পড়ে নিন। এতে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতার কথা জানতে পারবেন।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।