কন্যার বাবা হচ্ছেন জুকারবার্গ


প্রকাশিত: ০৫:৫০ এএম, ০১ আগস্ট ২০১৫

উচ্ছ্বসিত ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। উচ্ছ্বসিত ফেসবুক ও মার্ক জুকারবার্গের ভক্তকূল। কারণ জাকারবার্গ ও প্রিসিলা দম্পত্তির কোলজুড়ে আসছে তাদের প্রথম সন্তান। আর এ খবরটি ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ নিজেই জানিয়েছেন।

জাকারবার্গ ফেসবুক পোস্টে লিখেছেন, প্রিসিলির ও আমার জন্য রোমাঞ্চকর খবর, আমাদের কন্যা হচ্ছে। আমাদের জীবনের একটি নতুন অধ্যায় হবে এটি। আমরা সত্যিই ভাগ্যবান যে, সিলা (প্রিসিলা চ্যান) একজন চিকিৎসক ও শিক্ষাবিদ হিসেবে আর আমি ফেসবুক কমিউনিটি আর দাতব্য কাজ করে বিশ্বজুড়ে মানুষের জীবনকে ছুঁয়ে যেতে পেরেছি। এখন আমাদের লক্ষ্য হবে আমাদের মেয়ে ও পরবর্তী প্রজন্মের পৃথিবীটাকে আরো সুন্দর করে যাওয়া।

আর এ সন্তান নিতে গিয়ে সমস্যায় পড়েছিলেন জাকারবার্গ। সে কথা জানিয়েছে তার ফেসবুক স্ট্যাটাসে। তিনি বলেন, এর আগে গর্ভধারণ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়েছে প্রিসিলাকে। তিন বার গর্ভপাত হয়েছে। তবে এবারে সেই ঝুঁকি অনেক কম।

বাবা হওয়ার আনন্দে লিখেছেন জাকারবার্গ তার স্ট্যাটাসে আরো জানিয়েছেন, আলট্রাসাউন্ডে দেখেছি, সে (পেটে থাকা শিশু) আমাকে তার হাত দিয়ে থাম্বস আপ (লাইক) দিয়েছে।

বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন উল্লেখ করে জাকারবার্গ বলেছেন, তাকে (মেয়ে) দেখার জন্য আমার আর তর সইছে না।

উল্লেখ্য, ফেসবুকের এই অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ প্রিসিলা চ্যানকে বিয়ে করেন ১৯ মে ২০১২ সালে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সঙ্গে পরিচয় হয় জুকারবার্গের। পরিচয় থেকে প্রণয়। এর এক বছর পর ২০০৪ সালে এই বিশ্ববিদ্যালয়ের এক হল থেকে ফেসবুকের সূচনা করেন জুকারবার্গ। এই দীর্ঘ ৯ বছরের প্রণয়ে সব সময়ই একসঙ্গে থেকেছেন তারা।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।