ফেসবুকে মিথ্যা খবর শেয়ার করলে বন্ধ হবে অ্যাকাউন্ট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১৭ মে ২০১৮

সম্প্রতি ফেসবুকের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। তার সঙ্গে ফেক প্রোফাইল ঘিরেও অজস্র অভিযোগ রয়েছে। তাই এবার কড়া পদক্ষেপ নিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।

সূত্র জানায়, যে সব প্রোফাইলে হিংসাত্মক, বর্ণবিদ্বেষমূলক, সন্ত্রাসবাদ সমর্থনকারী, যৌনতাউদ্রেককারী, মিথ্যা খবর কিংবা ছবি থাকবে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে। যদিও ইতোমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার করেছে ফেসবুক। তবে সেটাও যথেষ্ট নয়। তাই কর্মীদের প্রতি আরও বেশি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশে বলা হয়, ধর্মীয় উত্তেজনা ছড়ানোর ক্ষেত্রে অনেকেই ফেসবুক ব্যবহার করছেন। এ বিষয়ে কড়া নজরদারি চালানো হবে। এ ক্ষেত্রে কতগুলো পোস্ট বা প্রোফাইল মুছে দেওয়া হবে? তারও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ফেসবুক। এতে প্রায় ১৩০ কোটি অ্যাকাউন্ট মুছে দেওয়া হবে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।