২০০ অ্যাপস বন্ধ করছে ফেসবুক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ১৫ মে ২০১৮

ব্যবহারকারীদের সুরক্ষার জন্য প্রায় দুইশ’ অ্যাপস বন্ধ করছে ফেসবুক। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম বলছে, বেশ কিছু অ্যাপস কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। এই অ্যাপসের সংখ্যা নেহাত কম নয়। প্রায় ২০০টি।

সোমবার ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ বলেছেন, ২০১৪ সালে নতুন পলিসি নিয়েছে ফেসবুক। তার আগে যেসব অ্যাপস ফেসবুক থেকে তথ্য নিয়েছে তাদের সঙ্গে মুখোমুখি বসতে চান তারা। এখন যেসব অ্যাপ ফেসবুকের পলিসি মানতে পারছে না, সেসব অ্যাপস সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে।

অ্যাপস বন্ধের এই প্রক্রিয়া সম্পন্ন হবে দুটি ধাপে। প্রথমে প্রতিটি অ্যাপস বিশ্লেষণ করা হবে। দেখা হবে ফেসবুক থেকে কোন কোন অ্যাপ কী কী তথ্য নিয়েছে। দ্বিতীয় পর্যায়ে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। যাদের কাজকর্ম সম্পর্কে সন্দেহ হবে, তাদের কথাবার্তা বলার জন্য ডাকা হবে। তাদের কাছে তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হবে। প্রয়োজন পড়লে অন-সাইট তদন্তও করা হবে।

জুকারবার্গ বলেছেন, যেসব অ্যাপস অডিটে পাশ করবে না বা অডিটে অংশ নিতে অস্বীকার করবে, তাদের চিরতরে বন্ধ ঘোষণা করা হবে।

যত তাড়াতাড়ি সম্ভব এই নিয়ে একটি সিদ্ধান্তে আসতে চায় ফেসবুক। এখন পর্যন্ত প্রায় এক হাজার অ্যাপস খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এরই মধ্যে ২০০ অ্যাপস সাসপেন্ড করা হয়েছে। যদি ফেসবুক প্রমাণ পায়, কোনো অ্যাপস তথ্যের বিকৃতি ঘটাচ্ছে, তবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। ব্যবহারকারীদের এ সংক্রান্ত যাবতীয় তথ্য হেল্প সেন্টারের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

কেমব্রিজ অ্যানালিটিকা নামে একটি সংস্থার ফেসবুক থেকে তথ্য নেয়ার কথা সামনে আসার পর থেকেই সচেতন হয়ে উঠেছে ফেসবুক। ব্যবহারকারীদের তথ্য যাতে সুরক্ষিত থাকে, তার জন্য চেষ্টা চালাচ্ছে জনপ্রিয় এই যোগাযোগ মাধ্যম।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।