বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী ১ কোটি ২ লাখ
কোটির ফাইলফলক অতিক্রম করলো দেশের ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা। ফেসবুক কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এক কোটি দুই লাখ। এরমধ্যে ৮২ লাখ পুরুষ এবং ২২ লাখ নারী।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে প্রায় ৩২ লাখ ব্যবহারকারী বেড়েছে। এছাড়াও দেশে মোট ফেসবুক ব্যবহারকারীর ৭৪ লাখের বয়সই ১৫ হতে ৩৫ বছরের মধ্যে। আর ৩৫ থেকে ৬০ এর মধ্যে ফেসবুক ব্যাবহারকারীর সংখ্যা পাঁচ লাখ ২০ হাজার। চলতি বছরের ১ জানুয়ারি দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬৮ লাখ।
গত ৩১ মার্চ পর্যন্ত দেশে ফেসবুক ব্যবহারকারী ছিল ৭০ লাখ। এর মধ্যে ৫৬ লাখ অর্থাৎ প্রায় ৮০% পুরুষ। অন্যদিকে ২০১৩ সালের ১ জানুয়ারিতে বাংলাদেশে ফেসবুকের ব্যবহারকারী ছিল ৩৩ লাখ ৫২ হাজার ৬৮০ জন। আগস্ট ১৩, ২০১৩ ফেসবুকে বাংলাদেশের ব্যবহারকারীর সংখ্যা হয় ৫৪ লাখ। এর মধ্যে ৪২ লাখ পুরুষ এবং ১২ লাখ মহিলা। জুন মাসের ৫ তারিখে এই সংখ্যা ছিল যথাক্রমে ৩০ লাখ ও ৮ লাখ। সেই সময় মাত্র ৬৮ দিনের ব্যবধানে প্রায় ১৬ লাখ ব্যবহারকারী বৃদ্ধি পায়। সেই সময়ে মূল মিডিয়াতে ব্যাপকভাবে ফেসবুকের নাম এসেছে। সন্ত্রাসবিরোধী আইনে ফেসবুকের উল্লেখ, রামুর ঘটনা, চাঁদের বুকে সাঈদী ইত্যাদি নানান কারণে অনেকে ফেসবুকের প্রতি আকৃষ্ট হয়েছে।
২০১৩ সালে ফেসবুকের এই অস্বাভাবিক বৃদ্ধির আর একটি কারণ তৃতীয় প্রজন্মের মোবাইল। বর্তমানে মোবাইল থেকে ফেসবুক ব্যবহারের সংখ্যা বাড়ছে দ্রুততার সঙ্গে। সেই সঙ্গে একাধিক মোবাইল অপারেটরের দেওয়া জিরো ফেসবুকও বিপুলসংখ্যক নতুন ব্যবহারকারী এনে দিয়েছে ফেসবুককে। ২০১৩-এর তুলনায় চলতি বছরের বাড়ার হার কমে যাওয়ার পেছনে অন্যতম কারণ রাজনীতির একটু ধীরে চলা অথবা রাজনৈতিক খবরাখবর কমে যাওয়া বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ২০১২ সালের প্রথম দিন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৩ লাখেরও বেশি। ২০১২ সালে বেড়েছে মাত্র ১০ লাখ।
পূর্বের এক হিসেবে ২১৩টি ফেসবুক ব্যবহারকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৬। ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার পরে ভারতের অবস্থান। তবে শতাংশের হিসাবে দক্ষিণ এশিয়ায় মালদ্বীপে সবচেয়ে বেশি সংখ্যক ফেসবুক ব্যবহার হয়। বিশ্বে ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতার দিক থেকে ১০০ টি দেশের মধ্যে ৪৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।