বাংলাদেশে প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে আগ্রহী চীন
বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। সোমবার বিকেলে এফবিসিসিআই সভাকক্ষে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভায় এই আগ্রহ প্রকাশ করে দেশটি।
আলোচনা সভায় চীনা প্রতিনিধিরা সে দেশের সাউথ এশিয়া বাণিজ্য মেলায় বাংলাদেশের পণ্য প্রদর্শনে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। তারা বলেন, বাংলাদেশের পণ্যের গুণগতমান ভালো হলে এবং দাম হাতের নাগালে থাকলে চীনারা তা সাদরে গ্রহণ করবে।
চীনা ব্যবসায়ীরা আরও বলেন, দু’দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আর ব্যবসার নতুন নতুন ধারণা বিনিময় করা হলে দ্রুত ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। নতুন পণ্য তৈরিতেও দুই দেশ একসঙ্গে কাজ করতে পারবে।
আলোচনা সভায় বাংলাদেশের ব্যবসায়ীরা বিদ্যুৎ, পাট, চামড়া, ওষুধ পর্য টন, প্লাস্টিক, জাহাজ তৈরি, কৃষিখাতসহ বিভিন্নখাতেও বিনিয়োগ করতে চীনকে আহবান জানায়।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি হারুন-উর-রশিদ, পরিচালক আব্দুল হক, ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম, এম এ মোমেন , আব্দুর রাজ্জাক, চীনের ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের মহাপরিচালক হে লিয়াংগুইসহ শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।