উত্তরায় বিডিএইচপিএ’র ‘মিট আপ’ অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ পিএম, ২১ এপ্রিল ২০১৮

রাজধানীর উত্তরায় বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার অ্যাসোসিয়েশন (বিডিএইচপিএ) এর এক মিট আপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উত্তরা ই-কমার্স ক্লাব মিলনায়তনে এই মিট আপ অনুষ্ঠিত হয়।

বিডিএইচপিএ এর পরিচালক ইউসুফ আল আজাদের সঞ্চালনায় মিট আপে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন, সহ-সভাপতি মো. সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাকিল আরেফিন, সাবেক সভাপতি সালেহ আহমদ, জাদুকর আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম ও ড্রিম লাইন আইটি সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মর্তুজা আহমেদ।

মিট আপে ডোমেইন, হোস্টিং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, বাংলাদেশের হোস্টিং ব্যবসা প্রসার ও আস্থার পরিবেশ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিডিএইচপিএ এর সদস্যরা ছাড়াও তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।