দেশে হ্যান্ডসেটের সংখ্যা ৮ কোটি
মোবাইল ফোন হ্যান্ডসেট আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২১ শতাংশ করা হলেও শেষ হওয়া অর্থবছরে আড়াই কোটির বেশি সেট দেশে এসেছে। শতকরা হিসেবে আমদানি বৃদ্ধির পরিমাণ ২৯ দশমিক ৩২ শতাংশ। হিসেব অনুযায়ী বাংলাদেশে বর্তমানে আট কোটি মোবাইল ফোন রয়েছে।
বাংলাদেশ মোবাইল ইম্পোটার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, গত ২০১৪-১৫ অর্থবছরে দেশে সব মিলিয়ে দুই কোটি ৫৯ লাখ ৯৫ হাজার মোবাইল হ্যান্ডসেট আমদানি হয়েছে। এর আগে ২০১৩-১৪ অর্থবছরে প্রথমবার হ্যান্ডসেট আমদানি দুই কোটির ঘর ছাড়িয়ে ছিল।
গত অর্থবছরের দ্বিতীয়ার্ধে টানা তিন মাস রাজনৈতিক অস্থিরতার সময়ে আমদানি খানিকটা কম হলেও ঈদের আগে তা আগের গতিতে ফিরেছে। তবে রাজনৈতিক অস্থিরতার প্রভাবে ব্যবসায়িক কার্যক্রম জানুয়ারি থেকে মে পর্যন্ত অনেকটা স্থবির ছিল। এ সময়ে গড়ে হ্যান্ডসেট আমদানি হয়েছে ১৫ লাখ ৮০ হাজার।
অর্থবছরের অন্য মাসগুলোতে গড় আমদানি ২৫ লাখ ৮৪ হাজারের বেশি। আমদানিকারকরা জানিয়েছেন, গত এক বছরে ৪৭ লাখ ৫৫ হাজার স্মার্টফোন আমদানি হয়েছে, যা মোট আমদানির ১৮ দশমিক ২৯ শতাংশ।
তারা বলেন, থ্রিজি বিস্তারের সঙ্গে সঙ্গে স্মার্টফোনের আমদানিও বেড়েছে। তবে শুল্ক হার বেশি হওয়ার কারণে বৈধপথে মোবাইল হ্যান্ডসেট কম আমদানি হচ্ছে বলেও মনে করেন তারা।
বাংলাদেশ মোবাইল ইম্পোটার্স অ্যাসোসিয়েশন জানায়, দেশে প্রতিবছর চার কোটি হ্যান্ডসেট প্রয়োজন হয়। এক হিসেবে সব মিলিয়ে দেশে বর্তমানে আট কোটি হ্যান্ডসেট রয়েছে।
বিএ