বেসিসের কার্যনির্বাহী পরিষদ সদস্য হলেন যারা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ৩১ মার্চ ২০১৮

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) কার্যনির্বাহী পরিষদের ২০১৮-২০২০ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১০টায় রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের বেসিস কার্যালয়ে বেসিস নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এস এম কামাল সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে নির্বাচনের ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে বেসিসের কার্যনির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- এ কে এম ফাহিম মাসরুর, শোয়েব আহমেদ মাসুদ, লুনা শামসুদ্দোহা, মোস্তফা রফিকুল ইসলাম, সৈয়দ আলমাস কবীর, দিদারুল আলম, মুশফিকুর রহমান, ফারহানা এ রহমান ও তামজিদ সিদ্দিক স্পন্দন।

নতুন কার্যনির্বাহী পরিষদ সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন বেসিসের প্রাক্তন সভাপতি, সহ-সভাপতি এবং কার্যনির্বাহী পরিষদ সদস্যরা।

উল্লেখ্য, আগামী ২ এপ্রিল বেলা সাড়ে ৩টায় নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যরা ২০১৮-২০২০ মেয়াদে বেসিসের সভাপতি, সহ-সভাপতি নির্বাচন করবেন।

বেসিসের এবারের নির্বাচনে তিন প্যানেলে ২৬ জন এবং স্বতন্ত্র হিসেবে পাঁচজন প্রার্থী অংশ নেন।

আরএম/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।