ডাক বিভাগে ২ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮:২১ এএম, ৩০ মার্চ ২০১৮

ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেনের সুবিধার জন্য ‘ডাকটাকা’ নামে সেবা কার্যক্রম শুরু করেছে ডাক বিভাগ। এ কার্যক্রম শুরু হয়েছিল ২০১৭ সালে। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ বছরের ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ থেকে ডাকটাকার সেবা চালু হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করলেই আপনার দেওয়া ফোন নম্বরে একটি কনফারমেশন বার্তা আসবে। বার্তাটি নিকটবর্তী পোস্ট অফিসে দেখালেই কমপক্ষে দুই টাকা জমা করার জন্য বলবে। দুই টাকা দিলেই পোস্টাল সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি ডাকটাকাও চালু হবে।

সাধারণ পোস্টাল সেভিংস অ্যাকাউন্টের সেবাগুলো ডিজিটালাইজড করার পাশাপাশি ডাকটাকার মাধ্যমে ক্যাশ-ইন, ক্যাশ-আউট, বিল প্রদান, কেনাকাটা এবং টাকা পাঠানোর মতো সুবিধাগুলো পাবেন। তবে অন্যান্য সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর তুলনায় অপেক্ষাকৃত কম চার্জ প্রযোজ্য হবে।

সেবাগুলো নিকটবর্তী যে কোনো পোস্ট অফিসে পাওয়া যাবে। এছাড়া বিস্তারিত জানতে www.daaktaka.info ঠিকানায় প্রবেশ করতে পারেন।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।