রাজধানীতে প্রথমবারের মতো রোবট শো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭ এএম, ২৯ মার্চ ২০১৮

ঢাকায় প্রথমবারের মতো রোবট শো’র আয়োজন করেছে যৌথভাবে ইউনিসেফ, ফেসবুক এবং বাংলাদেশ ইনোভেশন ফোরাম। শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটারে রোবট শো আয়োজনের পাশাপাশি থাকবে দ্বিতীয়বারের মতো রোবট বানাই শীর্ষক ওয়ার্কশপও।

জানা গেছে, সকাল ১০টায় শুরু হবে রোবট শো। যেখানে শিশুরা বিভিন্ন রোবটের সাথে সরাসরি কথা বলা ও খেলাসহ বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হতে পারবে। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলবে রোবট বানাই শীর্ষক ওয়ার্কশপ।

ওয়ার্কশপটিতে শিশুদের ২টি গ্রুপে (প্রথম থেকে চুতর্থ শ্রেণি এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণি) ভাগ করে পরিচালনা করা হবে।

বাংলাদেশ ইনোভেশন ফোরাম থেকে জানানো হয়, শিশুদের মেধার বিকাশ এবং উদ্ভাবনী চিন্তার ধারাবাহিকতায় এ উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিকভাবে এ আয়োজন ঢাকাতে শুরু হলেও দেশের বিভিন্ন জেলায় শিশুদের নিয়ে এমন আয়োজন করা হবে।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।