মোবাইল ইন্টারনেটে বাংলাদেশের সাফল্য

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮:১৫ এএম, ২৮ মার্চ ২০১৮

মোবাইল ইন্টারনেট গতিতে সাফল্য পেয়েছে বাংলাদেশ। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে বাংলাদেশ ৭ ধাপ এগিয়েছে।

বিশ্বের ১২৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৫তম। এছাড়া মোবাইল ইন্টারনেটের গড় ডাউনলোড গতি ৭.৯১ মেগাবাইট বলে সূচকে উল্লেখ করা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেট গতির এই সূচক প্রকাশ করেছে ওকলা নামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ওকলার ‘স্পিডটেস্ট’ ওয়েবসাইট ব্যবহার করে ব্যবহারকারীদের ইন্টারনেটের গতি জানার উপর ভিত্তি করে এই সূচক প্রকাশ করা হয়েছে।

সূচকে বাংলাদেশের পেছনে রয়েছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ইউক্রেন, নেপাল, আফগানিস্তান, উজবেকিস্তান, লিবিয়া, তাজিকিস্তান ও ইরাক। শীর্ষ রয়েছে নরওয়ে, আইসল্যান্ড ও নিউজিল্যান্ড।

এদিকে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, আইসল্যান্ড ও হংকং। এই সূচকে ৮৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গড় ডাউনলোড গতি ১৬.৩১ মেগাবাইট বলে সূচকে উল্লেখ করা হয়েছে।

পুরো তালিকা দেখা যাবে www.speedtest.net/global-index ঠিকানায়।

এএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।