আগস্টে বন্ধ হচ্ছে গুগল প্লাস ফটো


প্রকাশিত: ০১:১৩ পিএম, ২৪ জুলাই ২০১৫

ইন্টারনেটের বাজারে প্রভুত্ব বিস্তারকারী সার্চ ইঞ্জন প্রতিষ্ঠান গুগল আগামী আগস্ট থেকে সকল অ্যান্ড্রয়েড ওয়েব এবং আইওএস-তে গুগল প্লাস ফটো (Google+Photos) বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

দৈত্য ইন্টারনেট ব্রাউজার গুগল প্লাস ফটোস (Google+Photos) এর পরিবর্তে গুগল ফটোস (‘Google Photos’) বাজারে নিয়ে আসছে।

এই নতুন গুগল ফটোস (‘Google Photos’)  সফটওয়্যারের মাধ্যমে সকল প্রকার  ফটো ভিডিও নতুন ভাবে সংরক্ষণ করে রাখার অপশন চালু করেছে। এখানে অসংখ্য হাই রেজুলেশনের ছবি বিনামূল্যে সংরক্ষণ করে কাজের সময় তা ব্যবহার করা যাবে।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।