আপনার ফেসবুক হ্যাক হয়েছে কিনা বুঝবেন যেভাবে

আরিফুল ইসলাম আরমান
আরিফুল ইসলাম আরমান আরিফুল ইসলাম আরমান
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৫ মার্চ ২০১৮

ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য সবকিছুই করেছেন তানিয়া মাহমুদ। তারপরও মাঝে মধ্যে মোবাইল এসএমএসে ভেরিফিকেশন কোড আসে। এনিয়ে বেশ চিন্তিত তানিয়া। অ্যাকাউন্ট হ্যাক হলো না তো!

তার মত এমন চিন্তায় থাকেন অনেকেই। কারণ সামাজিক যোগাযোগের এই মাধ্যমে হ্যাকারদের দৌরাত্ম্য বেড়েই চলছে। আশার কথা হচ্ছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইস বা জায়গা থেকে লগ-ইন করা হয়েছে তা দেখে নিতে পারে সহজেই। জেনে নিতে পারেন, অ্যাকাউন্ট আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করছেন কিনা!

জেনে নিন এই পদ্ধতি -

১. ফেসবুক অ্যাকাউন্টের উপরের মেনুতে প্রবেশ করুন।
২. Settings বাটনে ক্লিক করুন।
৩. বাম দিকের General সেকশনের নিচে Security and login বাটনে ক্লিক করুন।
৪. এখানেই দেখতে পাবেন কবে, কোন সময়, কোন ডিভাইস থেকে আপনি ফেসবুক অ্যাকাউন্টে লগ-ইন করেছিলেন।
৫. যদি এই তালিকার কোন ডিভাইস আপনার কাছে অপরিচিত মনে হয় তাহলে মনে করতে পারেন কোন হ্যাকার অ্যাকাউন্টে প্রবেশ করেছিল। এধরনের ডিভাইস ডান দিকের তিনটি ‘ডট আইকন’ থেকে Not You? অপশনে ক্লিক করে ফেসবুককে জানাতে পারেন। চাইলে এখান থেকে লগ-আউটও করতে পারেন।
৬. এটি করার সময় অ্যাকাউন্টের নিরাপত্তা আরো জোরদার করতে ফেসবুক আপনাকে কিছু পরামর্শ দেখাতে পারে। নিরাপত্তার স্বার্থে সে কাজগুলোও করতে পারেন।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।