হ্যাকিং ঠেকাবে ব্লকচেইন প্রযুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

দিনে দিনে বাংলাদেশে তথ্যপ্রযুত্তির উন্নয়ন ঘটছে। ব্লকচেইন প্রযুক্তি নতুন ইন্টারনেট সেবার ফলে দেশে কোনো ধরনের হ্যাকিং সম্ভব নয়। কারণ এ সেবা যখন কেউ ব্যবহার করবে, পৃথিবীর সবার কাছেই একই ডাটা থাকবে। কেউ চাইলেও হ্যাক করতে পারবে না।

রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারস্থ বেসিস মিলনায়তনে রাইড শেয়ারিং অ্যাপ চলো’র উদ্যোগে ‘ব্লকচেইন ফর বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন বিশ্বব্যাপী ব্লকচেইন প্রযুক্তি নিয়ে কাজ করা বৈশ্বিক লিডার মির হক।

তিনি বলেন, ‘সমগ্র পৃথিবীর সব দেশই এ প্রযুক্তি ব্যবহারের জন্য আগ্রহ প্রকাশ করছে। আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা যদি বাংলাদেশের জন্য ব্লকচেইন প্রযুক্তি নিয়ে কাজ না করি, এ সম্ভাবনাকে যদি কাজে লাগাতে না পারি তাহলে আমরা বাংলাদেশিরা প্রযুক্তিতে এগিয়ে যেতে পারবো না।’

পৃথিবী প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে ভেঞ্চার ক্যাপিটাল অ্যাফেয়া ক্যাপিটাল প্রতিষ্ঠাতা বলেন, ‘দুবাই, ভারতসহ সব দেশই নতুন নতুন যে প্রযুক্তি আসে তা লুফে নেয়। আমরা কেন পিঁছিয়ে থাকব। আর এ ব্লকচেইন প্রযুক্তি এগিয়ে যেতে সংশ্লিষ্ট গবেষণা সরকারকে সহায়তা করবে বলেও আমি মনে করি।’

বক্তারা বলেন, ‘ব্লকচেইন প্রযুক্তি বাংলাদেশের জন্য অনেক সম্ভাবনার ক্ষেত্র তৈরি করতে পারে। রাইড শেয়ারিং থেকে শুরু করে আর্থিক খাত, চিকিৎসাক্ষেত্র পর্যন্ত এ প্রযুক্তির নানা সুফল পাওয়া সম্ভব। তথ্যপ্রযুক্তির এ ক্ষেত্রটি এখন বিভিন্ন দেশে গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশেও এ বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে এ প্রযুক্তি প্রয়োগ করা হলে ডিজিটাল প্রক্রিয়ায় দেশ এগিয়ে যাবে।'

আরএম/এমআরএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।