পেশাজীবী নারীদের জন্য ‘দ্য টু আওয়ার জব’

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

নারীদের দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরার জন্য যাত্রা শুরু করল ‘দ্য টু আওয়ার জব’। www.the2hourjob.com
ওয়েবসাইটের মাধ্যমে নারীরা নিজেদের পরিচিতি তৈরি, কর্মক্ষেত্রে পেশাদারি দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ওয়েবসাইটের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির, এস কে এন্টারপ্রাইজের কর্ণধার ও ‘দ্য টু আওয়ার জব’ এর উদ্যোক্তা সানজিদা খন্দকার, কোয়ান্টাম কনজ্যুমার সলিউশসের বিজনেস ডেভেলপমেন্ট কনসালটেন্ট শামারুখ ফখরুদ্দিন, আইসিটি বিভাগের স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগ উপদেষ্টা টিনা জাবিন, বাংলাদেশ আইপি ফোরামের প্রতিষ্ঠাতা এবিএম হামিদুল মিসবাহ।

সানজিদা খন্দকার জানান, নারীরা নিজেদের দক্ষতা অনুযায়ী এ ওয়েবসাইটের মাধ্যমে কাজের সুযোগ পাবেন। চাকরিদাতারাও নিজেদের উপযোগী কর্মী নিয়োগের সুযোগ পাবেন।

এএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।