১শ’ হাইটেক উদ্যোক্তা তৈরি করবে বিটাক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮

দেশে জ্ঞানভিত্তিক ম্যানুফ্যাকচারিং শিল্পখাতের বিকাশে আগামী পাঁচ বছরে ১শ’ হাইটেক উদ্যোক্তা তৈরি করবে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। প্রতিষ্ঠানটির আওতায় স্থাপিত টুল ইনস্টিটিউটের মাধ্যমে এ উদ্যোক্তা তৈরি করা হবে।

সোমবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘টেকসই প্রবৃদ্ধির জন্য প্রযুক্তি’ শীর্ষক সেমিনারে এ কথা জানানো হয়। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এনামুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিটাকের মহাপরিচালক ড. দিলীপ কুমার শর্মার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির পরিচালক ড. সৈয়দ মো. ইহ্সানুল করিম।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মণ্ডল, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সহিদুল ইসলাম, বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাক, প্রধান বয়লার পরিদর্শক মো. আব্দুল মান্নান, লাইন ইঞ্জিনিয়ারিং শিল্প গবেষক মাসুম তালুকদার আলোচনায় অংশ নেন।

বক্তারা বলেন, শিল্পায়নের লক্ষ্য অর্জনে দেশে দক্ষ ও প্রশিক্ষিত কারিগরি জনবল গড়ে তুলতে হবে। পাশাপাশি উৎপাদনমুখী বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহারের জন্য নিজস্ব প্রযুক্তিতে যন্ত্রপাতি তৈরির সক্ষমতা বাড়াতে হবে। এ লক্ষ্যে তারা বেসরকারিখাতে টুল ভিলেজ গড়ে তোলার তাগিদ দেন।

বক্তারা আরও বলেন, শিল্প কারখানায় উৎপাদনশীলতা বাড়াতে দেশেই আমদানি বিকল্প সিএনসি মেশিন উদ্ভাবন করতে হবে। স্থানীয় চাহিদা বিবেচনা করে ইতোমধ্যে বিটাক মডেল সিএনসি মেশিন তৈরি করেছে। এর বাণিজ্যিক উৎপাদন শুরু করতে তারা সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বে বিশেষায়িত টুল ইকোনোমিক জোন গঠনের পরামর্শ দেন।

এসআই/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।