সাইবার সিকিউরিটি নিয়ে সচেতনতা জরুরি : সঞ্জিত চ্যাটার্জি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ২০ জানুয়ারি ২০১৮

গত কয়েক বছর ধরে সাইবার হামলার ঘটনা বাড়ছে এবং সবাই ধীরে ধীরে সচেতন হওয়ার চেষ্টা করছে। কিন্তু যতখানি সাবধানতা অবলম্বন করা উচিত ততটা এখনো করা হচ্ছে না বলে মনে করেন রিভ অ্যান্টিভাইরাসের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জিত চ্যাটার্জি।

তিনি বলেন, ‌‘অনেক প্রতিষ্ঠানই সাইবার সিকিউরিটি নিয়ে অনেক বেশি সচেতন এবং এর পেছনে ভালো বিনিয়োগ করছেন। অন্যদিকে এমন প্রতিষ্ঠানের সংখ্যাও অনেক বেশি যারা কোনো অ্যান্টিভাইরাসই ব্যবহার করছে না। অনেকে ফ্রি অ্যান্টিভাইরাসকেই নিরাপদ মনে করছেন। ফিশিং হ্যাকিংয়ের প্রবণতা বৃদ্ধির কারণে আমরা অনেক বেশি সাইবার হামলার ঝুঁকিতে রয়েছি।’

শনিবার রাজধানীর কারওয়ানবাজারস্থ সফটওয়্যার টেকনোলজি পার্কে রিভ অ্যান্টিভাইরাসের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

আয়ারল্যান্ড পুলিশ ডিপার্টমেন্টও রিভ অ্যান্টিভাইরাস ব্যবহার করছে উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) এবং বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো যখন নামকরা অ্যান্টিভাইরাস ব্র্যান্ড ছেড়ে রিভ অ্যান্টিভাইরাস নিচ্ছে তখন আমাদের আত্মবিশ্বাস বেড়ে যায়।’

১৭তম অ্যাপিকটা অ্যাওয়ার্ড বিজয়ী রিভ অ্যান্টিভাইরাস ২০১৬ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশের মার্কেটে যাত্রা শুরু করে। ২০১৭ সাল থেকে এটি ভারত এবং নেপালে রফতানি হচ্ছে।

বাংলাদেশি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ সিস্টেমসের এ অ্যান্টিভাইরাসের কয়েকটি বিশেষ দিক উল্লেখ করে সঞ্জিত চ্যাটার্জি বলেন, ‘এ উপমহাদেশের কম্পিউটার ব্যবহারকারীদের বড় একটি অংশ মনে করেন অ্যান্টিভাইরাস ইন্সটল করলে কম্পিউটার স্লো হয়ে যায়। আমাদের টার্বো স্ক্যান টেকনোলোজি কম্পিউটার স্লো না করেই অনেক বেশি ভাইরাস ও ম্যালওয়ার প্রতিরোধে কার্যকর। আমাদের অ্যাডভান্সড প্যারেন্টাল কন্ট্রোল ফিচারের মাধ্যমে বাবা-মা’রা তাদের সন্তানের অনলাইন কার্যকলাপের উপর নজর রাখতে পারবেন এবং তা নিয়ন্ত্রণ করতে পারবেন। ফিশিং ও স্প্যাম প্রতিরোধে রিভ দারুণ কার্যকর। বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি দিনরাত ২৪ ঘণ্টা গ্রাহক সেবা ।’

রিভ অ্যান্টিভাইরাস নিয়ে বিস্তারিত জানা যাবে www.reveantivirus.com এই ঠিকানায়।

এএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।