এশিয়ায় সর্বাধিক বিক্রিত স্মার্টফোন ‘অপো’

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮

এশিয়ার বাজারে সর্বোচ্চ ১৫ ভাগ শেয়ার নিয়ে বিক্রয়ের দিক থেকে এক নম্বর স্মার্টফোন হিসেবে জায়গা করে নিয়েছে ‘অপো’। ১৩ ভাগ শেয়ার নিয়ে অপো’র পরের স্থানে অবস্থান রয়েছে ভিভো। সম্প্রতি কাউন্টারপয়েন্ট নামে প্রযুক্তি বাজারবিষয়ক একটি গবেষণা দল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

অপো বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, প্রযুক্তি ব্র্যান্ড হিসেবে অপো সবসময় তরুণদের জন্য অনন্য সব উদ্ভাবন নিয়ে এসেছে। সারাবিশ্বে আমরাই একমাত্র ব্র্যান্ড, যারা সেলফি নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছি এবং সেলফি ফিচারে আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত করতে পেরে আমরা সত্যিই গর্বিত। আর এ সাফল্যই আজকে আমাদের ব্র্যান্ডকে এশিয়ার বাজারে শীর্ষ অবস্থান অর্জন করতে সহায়তা করেছে বলে আমাদের বিশ্বাস।

নতুন মডেলের অপো এফ৫ হ্যান্ডসেটটি এশিয়ার স্মার্টফোন বাজারে অপো’র সর্বোচ্চ আঞ্চলিক শেয়ায়ের অধিকারী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।