স্মার্ট ডিভাইস ‘পোর্টাল’ আনছে ফেসবুক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮

‘পোর্টাল’ নামে একটি স্মার্ট ডিভাইস আনছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ডিভাইসটি চলতি বছরের মে মাসে বাজারে আসতে পারে।

ফেসবুক জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি হোম কমিউনিকেশন ডিভাইস হচ্ছে ‘পোর্টাল’। এর মাধ্যমে পরিবারের সদস্য এবং বন্ধুদের ভিডিও কল করা যাবে। ভিডিও কলের জন্য ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, মাইক্রোফোন এবং স্পিকারসহ যাবতীয় কার্যক্রম ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।

বিজ্ঞাপন

‘পোর্টাল’ এর বাজার মূল্য ৫০০ মার্কিন ডলার। ভিডিও কলের পাশাপাশি এটি দিয়ে নেটফ্লিক্সের সঙ্গে সংযুক্ত করে মুভিও দেখা যাবে।

এএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।