আসছে স্মার্ট ক্রেডিট কার্ড

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭:০০ পিএম, ১২ জানুয়ারি ২০১৮

এবার বাজারে আসছে সেলফোন চিপ সমৃদ্ধ স্মার্ট ক্রেডিট কার্ড। এ কার্ডের সাহায্যে ডেবিট, ক্রেডিট পরিষেবা ছাড়াও সহজেই সরাসরি বিভিন্ন ব্যাংকিং পরিষেবা পাওয়া যাবে।

জানা গেছে, সেলফোন চিপ যুক্ত CES 2018 স্মার্ট ক্রেডিট কার্ডটি চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে।

এ কার্ডের সামনের অংশে রয়েছে ছোট্ট একটি ই-ইংক রিডআউট এবং দুটি বোতাম, যা ক্লিক করে বিভিন্ন পরিষেবার তথ্য পাওয়া যাবে। এছাড়া কার্ডের মধ্যে থাকা অর্গ্যানিক চিপ নিজেই রিচার্জ হয় বলে ব্যাটারি ফুরিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। তবে এটিএম-এ এখনও পর্যন্ত শুধুমাত্র ম্যাগনেটিক স্ট্রিপ যুক্ত কার্ডই গ্রাহ্য হয়। সে ক্ষেত্রে নতুন ওয়ালেট কার্ড এটিএম-এ আদৌ চলবে কি না, তাই নিয়ে প্রশ্ন রয়েছে।

এএইচ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।