ওয়াই-ফাই পদ্ধতিতে মোবাইল ও ল্যাপটপ চার্জ


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ১৪ জুলাই ২০১৫

এবার মোবাইল ফোন বা ল্যাপটপ চার্জ দিতে আর প্লাগ ব্যবহার করতে হবে না। সুইচ বোর্ডেরও প্রয়োজন হবে না।  গবেষকরা এমন এক পদ্ধতি বের করেছেন যার সাহায্যে প্লাগে না বসিয়েই চার্জ দিতে পারবেন ল্যাপটপ বা মোবাইল।
নতুন এই পদ্ধতিটির নাম `ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার`। `কোরিয়া অ্যাডভান্স ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি`র গবেষকেরা এটি আবিষ্কার করেছেন।  তারা জানান, মোবাইল ও ল্যাপটপ চার্জ দিতে এটি ইন্টারনেটের ওয়াই-ফাই কানেকশনের মতো কাজ করবে।

এছাড়া এই ডিভাইসের সাহায্যে অনেকটা দূর থেকেও মোবাইল বা ল্যাপটপ চার্জ দেওয়া যাবে। তবে ওয়াই-ফাইয়ের মতো এটিকে `চার্জিং জোন`-এর মধ্যে থাকতে হবে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।