শিক্ষার্থীদের সময় কেড়ে নিচ্ছে ফেসবুক : জাফর ইকবাল

রফিক মজুমদার
রফিক মজুমদার রফিক মজুমদার , জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৭

দেশের স্বনামধন্য পদার্থবিদ, লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের সময় কেড়ে নিচ্ছে, এতে অনেক শিক্ষার্থী শিক্ষায় মনোযোগ হারাচ্ছে। 

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭-এর তৃতীয় দিনে অনুষ্ঠিত চিলড্রেন’স ডিজিটাল ওয়ার্ল্ড শীর্ষক সেমিনারে অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের সময় আটকে রাখে। তারা এই ঘোর থেকে বের হতে সময় নেয়, যা তাদের শিক্ষাগ্রহণে বাধা হচ্ছে।

তিনি বলেন, টেকনোলজি ব্যবহার করতে হবে কিন্তু টেকনোলজি যেন আমাদের ব্যবহার করতে না পারে। সেইদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

শিক্ষার্থীদের বই পড়ার তাগিদ দিয়ে তিনি বলেন, সবাইকে বই পড়তে হবে। সব ধরনের বই পড়তে হবে। প্রয়োজনে লুকিয়ে বই পড়তে হবে। বাবা-মাকে খুশি রাখতে বই পড়তে হবে। মা-বাবা যদি বই পড়তে না দেন তাহলে রাতে টর্চলাইট জ্বালিয়ে বা বাথরুমে গিয়েও বই পড়তে হবে। বাবা-মা ভালো রেজাল্ট চায়, যা কোনো ব্যাপার না। একটু ভালো করে পড়লেই ভালো রেজাল্ট করা সম্ভব।

আরএম/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।