ইনোভেশন ফোরামের উদ্যোগে ‘অডেসি অব দ্য মাইন্ড’ অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৪০ পিএম, ২৫ নভেম্বর ২০১৭

বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের প্রথম মতবিনিময় সভা ‘অডেসি অব দ্য মাইন্ড’। ২৫ নভেম্বর রাজধানীর সফটওয়্যার টেকনোলজি পার্কে সকাল ১০টায় এ মতবিনিময় সভা শুরু হয়।

মতবিনিময় সভায় জানানো হয়, প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বিভিন্ন ধাপে নানাবিধ সমস্যার সৃজনশীল সমাধানের মাধ্যমে এ আয়োজন সমগ্র পৃথিবীতে সমাদৃত। বিশ-পঁচিশ বছরেরও বেশি সময় ধরে এ আয়োজনে শিক্ষকরা তাদের ছাত্রদের মধ্যে উদ্দীপনা সৃষ্টিতে সহায়তা করেছেন। কিভাবে চ্যালেঞ্জগুলো শনাক্ত করে এবং সৃজনশীলভাবে তাদের সমস্যার সমাধান করা যায়, তা নিয়েই এই আয়োজন।

শীর্ষ ৫টি টিম ২০১৮ সালের মে মাসে আমেরিকাতে ফাইনাল রাউন্ডে বিশ্বের অন্যান্য দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডেল আমেরিকার পরিচালক মাহদী-উজ-জামান, বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু এবং বিভিন্ন স্কুল-কলেজের প্রতিনিধিবৃন্দ।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।