ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ডাব্লিউথ্রিস্পেসে ছাড়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ এএম, ২২ নভেম্বর ২০১৭

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ভার্চুয়াল জগতে চলছে ছাড়ের উৎসব। বাংলাদেশের ওয়েব হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ডাব্লিউথ্রিস্পেস টেকনোলজিস (W3Space Technologies)- এ উপলক্ষে তাদের সকল হোস্টিং সার্ভিসে দিচ্ছে ৫০-৮০ শতাংশ পর্যন্ত ছাড়।

এস এস ডি শেয়ার্ড হোস্টিং এর এই প্যাকেজটির সাথে গ্রাহকরা বিনামূল্যে ফ্রি এস এস এল, সাইট ট্রান্সফার, অটো ইনস্টলারসহ ইনস্ট্যান্ট সেটআপ সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানটির চেয়ার‌ম্যান জাহিদ হাসান আসিফ বলেন, ‘শুক্রবার থেকে শুরু হওয়া এই অফারটি চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। W3Space Technologies এর ওয়েবসাইট থেকে (www.w3space.net/blackfriday) থেকে খুব সহজেই কুপন কোড (BLACK80) ব্যবহার করে ছাড়ের সুবিধা পাওয়া যাবে।’

এলএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।