পুরনো জিনিস থেকে হবে আইফোন-ম্যাকবুক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:০৩ এএম, ২১ নভেম্বর ২০১৭

পুরাতন জিনিসপত্র থেকে আইফোন ও ম্যাকবুক তৈরির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। দূষণ হ্রাস এবং পুনরায় ব্যবহারযোগ্য জিনিসপত্র উন্নত করার অংশ হিসেবেই এ ধরনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির দাবি, পরিবেশের সঙ্গে ভারসাম্য রেখে তারা পণ্য উৎপাদন এবং তা বাজারজাত করে। সম্প্রতি অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আইফোন এবং ম্যাকবুকের মতো জনপ্রিয় পণ্য পুনরায় ব্যবহারযোগ্য জিনিসপত্র থেকে তৈরি করা হবে। এক্ষেত্রে ব্যবহার করা হবে বায়োপ্লাস্টিকের মতো উপাদান।

অ্যাপলের পরিবেশ, নীতি এবং সামাজিক উদ্যোগ বিষয়ক উপ-পরিচালক লিসা জ্যাকসন নিউজ ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘শতভাগ পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে আমরা আমাদের পণ্য প্রস্তুত করার প্রতিশ্রুতি দিচ্ছি। এ ব্যাপারে সফলতার জন্য আমরা উঠেপড়ে লেগে আছি।’

তিনি আরও জানান, ‘আমি যতদূর জানি, আমরাই একমাত্র প্রতিষ্ঠান, যারা এ ব্যাপারে কাজ করছি। বেশিরভাগ মানুষ ইলেকট্রনিক পণ্য সারাইয়ের চিন্তা করে, তবে কেউই ইলেকট্রনিক্সের নতুন পণ্য পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে তৈরি করার কথা ভাবে না।’

সূত্র : বিজিআর ডটকম

কেএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।