গুগল আর্থে নতুন ফিচার


প্রকাশিত: ০৫:৩৭ এএম, ০২ জুলাই ২০১৫

গুগল আর্থের জন্মদিন সোমবার ছিল। এদিন থেকেই গুগলের ডিজিটাল মানচিত্র সেবাটিতে যোগ করা হয়েছে ভয়েজার এবং এক্সপান্ডেড আর্থ ভিউ ইমেজ কালেকশন নামে নতুন দুটি ফিচার। খবর এনডিটিভি।

ভয়েজার ফিচার গুগল আর্থের ডেস্কটপ সংস্করণের জন্য ডিজাইন করা হয়েছে। স্ট্রিট ভিউ ইন্টিগ্রেশন, আর্থ ভিউ, ত্রিমাত্রিক শহর, সর্বশেষ স্যাটেলাইট ইমেজ এবং হাইলাইট ট্যুরসহ মোট পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এর প্রথম সংস্করণটিকে।

বিশ্বের বিভিন্ন দর্শনীয় স্থানের প্রায় দেড় হাজার ছবিসহ আর্থ ভিউ ফিচারটি আপডেট করা হয়েছে। ওয়েব গ্যালারি এবং গুগল ক্রোমের নতুন এক্সটেনশনের মাধ্যমে ফিচারটি ব্যবহার করা যাবে।

একসময় গুগলের ডিজিটাল মানচিত্রটির নাম ছিল আর্থ ভিউয়ার থ্রিডি। এটি মূলত কিহোল ইনকরপোরেট নামে একটি প্রতিষ্ঠান প্রথম এ মানচিত্রটি তৈরি করে। ২০০৪ সালে প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করে গুগল। পরে গুগল আর্থ নামে মানচিত্রটি আবার বাজারে ছাড়ে গুগল।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।