এবার ২৮০ অক্ষরে টুইট করার সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৬ এএম, ০৯ নভেম্বর ২০১৭

১৪০ অক্ষরের মধ্যেই টুইট। এর মধ্যেই সীমাবদ্ধ ছিলেন ব্যবহারকারীরা। এবার ২৮০ অক্ষরে টুইট করার সুবিধা চালু করলো টুইটার। তবে সুবিধাটি চালুর পর মাত্র ৫ শতাংশ ব্যবহারকারীকে ১৪০ অক্ষরের বেশি টুইট করতে দেখা গেছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগের এই মাধ্যম।

এদিকে ২৮০ অক্ষরের টুইট নিয়ে বিরূপ প্রতিক্রিয়া করেছেন অনেকে। তাদের মতে, অক্ষরের সংখ্যা বৃদ্ধির ফলে ব্যবহারকারীরা অপ্রয়োজনীয় কথা বেশি লিখবে। ফলে টাইমলাইন দীর্ঘ হবে। টুইট পড়তেও অসুবিধা হবে।

এ বছরের সেপ্টেম্বরে টুইটার অক্ষর বাড়ানো এই সুবিধার কথা ঘোষণা করে। এরপর পরীক্ষামূলক কার্যক্রমের পর গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে তা সবার জন্য উন্মুক্ত করা হয়।

টুইটার বলছে, ২৮০ অক্ষরে টুইট করার সুবিধা থাকলেও ব্যবহারকারীরা অন্যান্য ভাষার চেয়ে জাপানিজ, চাইনিজ ও কোরিয়ান ভাষায় কম অক্ষর লিখেই বেশি তথ্য দিতে পারবেন। তাই পরীক্ষামূলক কার্যক্রমে এই তিন ভাষা নিয়ে গবেষণা করা হয়নি।

এএ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।